শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ ও গণতন্ত্র মঞ্চ। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে । আগামী সোমবার বিকাল তিনটায় উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে গণতন্ত্র মঞ্চ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশের ডাক দিয়েছে। ঘোষণা অনুযায়ী উপজেলা জুড়ে মাইকে প্রচারণাও চালাচ্ছেন তাঁরা। রোববার দুপুর পর্যন্ত দুই দলই যে কোন মূল্যে তাঁদের কর্মসূচি সফল করার কথা জানিয়েছেন।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সবুজ বলেন, আগামীকাল সোমবারের শান্তি সমাবেশ আমাদের পূর্ব নির্ধারিত। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোকামতলা হাইস্কুল মাঠে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছি। নির্ধারিত সময়েই আমরা আমাদের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি বাস্তবায়ন করবো।
শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক ও গণতন্ত্র মঞ্চের সদস্য শহিদুল ইসলাম জানান, আমরা বেশ কয়েকদিন আগে থেকে প্রশাসনকে সমাবেশের বিষয়ে অবহিত করেছি। সেই মোতাবেক প্রচারনাও চালিয়ে যাচ্ছি। কর্মসূচি স্থগিতের বিষয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কোন আদেশ পাইনি। আমরা যে কোন মূল্যে মোকামতলা হাইস্কুল মাঠে সমাবেশ করবো।
শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভির হাসান জানান, আগামীকালের সমাবেশের বিষয়ে আমরা উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। আশাকরি একটা সমাধান আসবে। তবে সমাবেশের ব্যাপারে উভয় পক্ষই যদি অনড় থাকে তাহলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।