‘মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষন রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বগুড়া শিবগঞ্জে ভোক্তা অধিকার দিবসে উদযাপিত হয়েছে।
১৫ মার্চ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহযোগীতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, শিবগঞ্জ থানা তদন্ত অফিসার হরিদাস মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, অফিস সহকারী আনোয়ারুল ইসলাম, হোটেল ব্যাবসায়ী আহসানুল হক রনি প্রমূখ।