রাজশাহী নগর ভবন এলাকার দড়িখরবোনা রেলগেটের কাছে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক নারী। তবে পরিচ্ছন্নতা কর্মীরা তাকে আত্মহত্যা থেকে রক্ষা করেছেন।
রোববার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটায় নগরীর দড়িখরবোনা রেলগেটে ঘটনাটি ঘটে।
ওই নারীর নাম মৌসুমী (৩২) বলে জানা গেছে। তার বাসা নগর ভবনের ডাবতলা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিচ্ছন্নতা কর্মীরা রেললাইনে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এসময় মৌসুমী মোবাইলে ‘জীবন দেবেন’ বলে কথা বলছিলেন। তার এ কথা পরিচ্ছন্নতা কর্মীদের কানে আসে। তারা মৌসুমীকে রক্ষায় ছুটে আসেন। মৌসুমী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সরে যেতে বলেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় ওই নারীকে পরিবারের কাছে তুলে দেয়া হয়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।