রাজশাহীতে গত পাঁচদিনে ৯৮ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত ৩১ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। যেটি এখনো অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ অক্টোবর বৃষ্টিপাত হয়েছে ২৯ মিলিলিটার, ১৬ অক্টোবর বৃষ্টিপাত হয়েছে ১ মিলিলিটার, ১৭ অক্টোবর হয়েছে ২৩ মিলিলিটার, ১৮ অক্টোবর হয়েছে ১৪ মিলিলিটার বৃষ্টিপাত।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রহিদুল ইসলাম জানান, বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আরও দুইদিনের পূর্বাভাস দেওয়া আছে। আকাশে মেঘ থাকায় গুড়িগুড়ি কিংবা মাঝারি ধরনের বৃষ্টিপাত হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।