প্রিয় ফুটবলার মেসির জন্য কাঠ দিয়ে বিশকাপ ট্রফি তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন বগুড়ার শিবগঞ্জের যুবক মাইনুর। পেশায় কাঠমিস্ত্রি এই যুবকের তৈরি ট্রফিটি দেখতে ভিড় করছেন ক্রীড়া প্রেমীরাও। মাইনুর সুযোগ পেলে মেসির হাতেই তুলে দিতে চান এই ট্রফি।
ট্রফিটি দেখতে অবিকল বিশ্বকাপের মতো।
সুনিপুণ কারুকার্যে কড়ই কাঠে গড়া হয়েছে ট্রফিটি। আর্জেন্টাইন তারকা মেসির ছবি লাগানো এই ট্রফি দেখার জন্য ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। তারা জানান, মেসির খেলা দেখে তারা সত্যিই বিমোহিত। মেসির জন্য এই ট্রফি তৈরি করায় তারা দেখতে এসেছেন।
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার কাঠমিস্ত্রী মেসি ভক্ত মাইনুর রহমান প্রিয় দলকে শুভকামনা জানাতে ৪ মাস আগে কাজের ফাঁকে ফাঁকে তৈরি করেছেন ৩ কেজি ওজনের এই কাপ। কাতার বিশ্বকাপ মেসির হাতেই উঠবে আর সুযোগ পেলে মেসির হাতেই কাঠের তৈরি ট্রফি তুলে দিতে চান শিবগঞ্জের এই যুবক।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে। এই কাপ আমি মেসির জন্য তৈরি করেছি। সুযোগ পেলে মেসির হাতে এটি তুলে দিতে চাই। ’