English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
- Advertisement -

বগুড়ায় ৮ মার্চ থেকে লাগাতার পরিবহন কর্মবিরতির ঘোষণা

- Advertisements -

বগুড়া বাস টার্মিনালে হামলার আসামিকে গ্রেফতার, অতিরিক্ত জেলা প্রশাসককে অপসারণ এবং মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নিলে ৮ মার্চ থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম।

এ সময় আটককৃত শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে কমিটি। পাশাপাশি অফিস ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণেরও দাবি জানায় তারা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় টার্মিনালে হামলা চালায় সন্ত্রাসীরা। এক পুলিশ ও এক সাংবাদিকসহ আহত হন ১০ জন। পুলিশের মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ও যুবলীগ নেতাসহ অনেককে আসামি করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন