English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বগুড়ায় ৬ তলা ভবনের ছাদের রেলিং ভেঙ্গে নারী নিহত

- Advertisements -

বগুড়া শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় রওশন-পিলু প্লাজা নামে ছয়তলা ভবনের ছাদের ইটের তৈরি রেলিং ভেঙ্গে পারুল (৪০) নামে এক নারী নিহত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সোয় ৬টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত পারুল ওই ভবনের একটি ফ্ল্যাটের গৃহকর্মী ছিলেন। তার বাড়ি শহরের গোয়ালগাড়ি এলাকায়।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, রেলিং ভেঙ্গে পারুল নামে ওই নারী নিহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মিরা সেখানে যায় এবং ভবনটির ছাদের ওপর ভেঙ্গে যাওয়া রেলিংয়ের  ঝুঁকিপূর্ণ অবশিষ্ট অংশও ভেঙ্গে ফেলে। এখন এলাকাটি নিরাপদ।

মেডিকেল পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর শামিম হোসেন জানান, রেলিং ভেঙ্গে গুরুতর আহত হন ওই মহিলা। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর পরই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত মহিলার লাশ ময়না তদন্ত করা হবে। তিনি বলেন, এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন