বগুড়া সদরের মাটিডালি বেইলী ব্রীজের পূর্ব পাশের রাস্তায় ঝড়ের অশঙ্কায় গাড়ির চালক ও সহকারিরা মালবাহী ট্রাকটি রেখে নিরাপদ স্থানে থাকাকালিন অবস্থায় দুপুর ২টায় মালবাহী ট্রাকের উপর কড়ই গাছ ভেঙে পরে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তবে ঝড়ের সময় বাতাসের প্রবল গতি বেগ থাকায় রাস্তার পশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে তার বিচ্ছিন্ন হয়ে যায়। বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। এসময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে অন্য স্থানে চলে যায়।
মাটিডালি এলকার মো: তারেক রহমান জানান, “বাতাস শুরু হওয়ার পরপরই রাস্তার পাশে থাকা একটি ট্রাকের উপর গাছ ভেঙে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে লোকজন দূরে সরে যায়। কিছুক্ষণ পর একই স্থানে বৈদ্যুতিক খুঁটি থেকে তার বিচ্ছিন্ন হওয়ায় এলাকার লোকজন দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়।”
পরে বগুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গাছ অপসারণের কাজ শুরু করে।