বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন।
তাঁরা হলেন বগুড়া শহরের চেলোপাড়া এলাকার শাকিলা খাতুন (৫৭), সিরাজগঞ্জের আব্দুস সোবহান (৭১) এবং নওগাঁর দিলরুবা বেগম (৬৫)। এরা তিনজনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত দুই সপ্তাহের হিসাবে বগুড়ায় গড়ে প্রতিদিন ১ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ জন।
মঙ্গলবার দুপুরে এতথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৭৭টি নমুনা পরীক্ষা করে ৩১জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩১ জনের মধ্যে বগুড়া সদরের ২৭ জন, গাবতলীর ২ জন এবং ২ জন শাজাহানপুরের বাসিন্দা।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগী ১১ হাজার ৭৫২ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৭৮ জন। নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৯১ জনের। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯৮৪জন।