বগুড়ায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আদমদিঘী উপজেলার সুলতানা (৬২) এবং গাবতলী উপজেলার লুৎফর রহমান (৭২)। তারা দু’জনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগের দিনও করোনায় ৫ জন মারা যায়। তারা হলেন- বগুড়া গাবতলী উপজেলার রওশন আরা (৫০), সিরাজগঞ্জে উল্লাপাড়ার জিল্লুর রহমান (৫৫) বগুড়া জলেশ্বরীতলা এলাকার শেফালী বেগম (৮০), শহরের শিববাটি এলাকার ইমদাদুল হক (৭৭) এবং সারিয়াকান্দির চিলপাড়া এলাকার রফিকুল ইসলাম (৫৫)।
এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
১৯ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩১১টি নমুনায় ৬৫ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ৩২টি নমুমায় ৮ জনের পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় ৩৩৪টি নমুনার ফলাফলে সদরে ৬৯ জন, শিবগঞ্জের, সারিয়াকান্দি, কাহালু এবং শেরপুর একজন করে নতুন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকালে সর্বশেষ তথ্যানুযায়ী বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১,৪৯১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,১৫২ জন। মৃত্যু হয়েছে ২৭৯ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ১,০৬০ জন।