বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ২৬৪ জনের। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে ১১ জন। আর নতুন করে সুস্থ হয়েছে ৪ জন।
বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সূত্রে জানা যায়, মারা যাওয়া ব্যক্তি বগুড়া শহরেরর নারুলি এলাকার তপন কুমার (৪৫)। সে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যায়।
গত ২৪ ঘণ্টয় (১ এপ্রিল) নতুন করে আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলার ১০ জন এবং অপরজন জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। মোট ১৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮৯টি নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ এবং জেলার টিএমএসএস হাসপাতালে ৬টি নমুনা পরীক্ষায় ১জন পজিটিভ হন। জেলায় শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৪২৮ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৩৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু হলো ২৬৪ জনের। সরকারি হিসেবে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩২৮ জন।