বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে হয়েছে ৪৫ জন। সোমবার রাতে মারা গেছেন বগুড়ার টিএমএসএস হাসপাতালে সিরাজগঞ্জের শাহাদৎ হোসেন (৬২)। সে করোনা পজিটিভ হয়ে বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায়। এ নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ২৬৯ জন। মোট আক্রান্ত হলো ১০ হাজার ৯৮৮ জন।
মঙ্গলবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় ২২০টি নমুনার ফলে আক্রান্ত ৪৫ জনের মধ্যে বগুড়া সদরে ৪২ জন, নন্দীগ্রামে ১, সারিয়াকান্দিতে ১ ও শাজাহানপুরে ১জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ১৯৭ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের পজিটিভ হয়। আর টিএমএএস মেডিকেল হাসপাতালে ২৩টি নমুনায় ৮ জন পজিটিভ হয়।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৮৮ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯৫৬জনে দাঁড়িয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬৯ জনের। সরকারি হিসেবে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭৬৩জন।