বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় মৃতরা হলেন, বগুড়া সদরের সেলিনা সুলতানা (৫৩), নাটোর সদরের আব্দুল খালেক (৬০) ও জয়পুরহাট জেলার কালাই এলাকার সায়েদ আলী (৩৮)।
তাদের মধ্যে বুধবার (৯ জুন) বিকেলে সেলিনা সুলতানা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, বৃহস্পতিবার (১০ জুন) সকালে আব্দুল খালেক ও শুক্রবার (১১ জুন) ভোরে সায়েদ আলী টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬১টি নমুনায় ১৮ জনের ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আটটি নমুনায় পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে সদরে ২২ জন ও দুপচাচিয়া একজন রয়েছেন।
শুক্রবার সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৪২ জন। আর মারা গেছেন ৩২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২১৯ জন।