বগুড়ার সারিয়াকান্দিতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরী আজ মঙ্গলবার বিকেলে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নিহত তাসলিমা (৭) উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি এলাকার আবু তাহেরে মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি শৈতপ্রবাহের সময় আগুন পোহাতে গেলে কাপড়ে আগুন লেগে তাসলিমা দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসায় তাসলিমার উন্নতি না হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরান আলী রনি জানান, আগুন লেগে তাসলিমার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। রাতেই তার দাফন কাজ সম্পন্ন করা হবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।