বগুড়ার মহাস্থানে মৌসুমি ফল বাঙ্গি কিনতে ক্রেতাদের ভিড়। “এই গেল বাঙ্গি দামে সস্তা”’ হাকডাকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিল নাটোর থেকে ট্রাক যোগে বগুড়ার মহাস্থানে হাটে আমদানিকৃত মৌসুমি ফল বাঙ্গি।
ক্রেতারাও দামদর করে কিনছেন। শুক্রবার বিকালে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানহাটে প্রবেশ করতেই দেখা যায় একটি ট্রাক ঘিরে ক্রেতাদের সমাগম। দূর থেকে মনে হচ্ছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ (টিসিবি) পণ্য বিক্রি হচ্ছে এজন্যই ট্রাকের পিছনে ক্রেতার ভিড়। কাছে গিয়ে দেখি তার উল্টো। বিক্রি হচ্ছে মৌসুমি ফল বাঙ্গি।
মৌসুমি ফল ট্রাকে সাজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে এহাটে। পবিত্র রমজান মাস তাই বাঙ্গির চাহিদা বাড়ার কারণে মূলত এই বাঙ্গি মহাস্থান এলাকায় বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে বাঙ্গিফল বিক্রেতা আবু তালেব নিরাপদ নিউজ প্রতিনিধিকে বলেন, গরম পড়েছে আর ফলও পাকতে শুরু করেছে। বাজারে যেমন বাঙ্গিফল আসছে, তেমনি ক্রেতাও আছে। তবে দাম একেক জায়গায় একেক রকম।
এদিকে দাম যেমনই হোক নতুন মৌসুমি ফল পরিবারে সবাইকে নিয়ে ইফতার করবেন আবু হোসেন মিয়া। তাই শখ করে বড়টায় কিনলেন ৭০ টাকা দরে। মহাস্থান হাটে পাঁকা বাঙ্গি সরবরাহ করায় ক্রেতা-বিক্রেতা দুই-ই খুশি মৌসুমি ফলের স্বাদ নিতে পেরে। ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
প্রতি পিস বাঙ্গি ১০ টাকা থেকে সর্বোচ্চ ৭০ টাকা পিস বিক্রি করা হচ্ছে। অনেকেই দামে সন্তুষ্ট বলে জানিয়েছেন।