বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ, জনসচেতনতামূলক প্রচার এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডে বিভিন্ন গণপরিবহনে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৬ ব্যক্তির ১ হাজার ৫শ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার এ এস আই প্রদীপ কুমারসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কাহালু পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে প্রতিনিয়ত জনসচেতনতামূলক প্রচার এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।