বগুড়ার সদর উপজেলায় করতোয়া নদী থেকে এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটিডালি দ্বিতীয় বাইপাস সড়কের ব্রিজ ও লোহার ব্রিজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদীতে কয়েকজন কিশোর একটি পলিথিনের মধ্যে কবজি দুটি ভেসে যেতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ কবজি দুটি উদ্ধার করে ৷
ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ মো. রেদওয়ানুল হক জানান, কবজি দুটি কোনো এক নারীর। কে বা কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছেন এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।