English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

নৌকার মাঝির জয়ে উচ্ছ্বসিত মাহি

- Advertisements -

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মু. জিয়াউর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত মোট ভোট ৯৪ হাজার ৯২৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট। নৌকার মাঝির জয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোশ্যাল মিডিয়ায় বিজয় উল্লাসের ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার মাঝি মু. জিয়াউর রহমান বিপুল ভোটের মাধ্যমে বিজয় লাভ করেছেন।’

একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি। দলীয় মনোনয়ন না পেলেও নৌকার মাঝির পক্ষে গত এক মাস নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন নায়িকা। অবশেষে তার পরিশ্রম সার্থক হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানিয়েছেন, ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার ২৫ হাজার ৩৯৯, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম (মাথাল) ১৪ হাজার ৩০৯, জাকের পার্টির গোলাম মোস্তফা (গোলাপ ফুল) ১ হাজার ৮৭০, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রাজ্জাক (লাঙ্গল) ৩ হাজার ৬১, বাংলাদেশ ন্যাশনাল পার্টির নবীউল ইসলাম (টেলিভিশন) ১ হাজার ৪৭৩ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনের রাজশাহী আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।

সকাল সাড়ে আটটা থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তিনটি উপজেলায় ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৯ এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৪৩।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন