বগুড়ার সদর উপজেলার নামুজা ইউনিয়নের চকরামপুর গ্রামে কাওমী মাদ্রাসার উত্তর পাশে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলা অবস্থায় নামুজা ডিগ্রি কলেজে এইসএসসি ২য় বর্ষের শিক্ষার্থী শামীম হোসেনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়।
শুক্রবার বিকালে টেংরা বাজার এলাকায় এলাকাবাসীর ব্যানারে সন্ত্রাসী এ ঘটনার সাথে যুক্ত কনক, সিহাব, জিসান, তারেকসহ সকল অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। এসময় তারা হামলাকারীদের আটক করে বিচারের দাবী জানান। পাশাপাশি মামলা হওয়ার পর কেন আসামিদের গ্রেফতার করা হচ্ছেনা তা নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আহত শামীমের মা মাফুজা বেগম, বাবা মোবারক, নামুজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুন, নামুজা ইউনিয়নের বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (মাষ্টার), সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসেদ, বগুড়া সদরের কৃষকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, নামুজা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নামুজা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুর হক, এসএম শাহিন, সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ, নামুজা ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম জুয়েল, টেংরা স্কুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও নামুজা ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি সোহেল রানা, নামুজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহিম, নামুজা ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য রানা সরদার, সামিউল ইসলাম শিহাবসহ
বিভিন্ন দোকানদার,কুষক ও অত্র এলাকার সাধারণ মানুষ।
প্রসঙ্গতঃ আহত শামীম ছোট টেংরা গ্রামের কৃষক মোবরক আলীর ছেলে। গত ২৪ডিসেম্বর ২০২৪ইং তারিখে রাত্রি ১০টার দিকে শামিককে হামলা করে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করে শামীমের মা মাফুজা বেগম। মামলা নং ৭৭।