English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

নন্দীগ্রামে হাইওয়ে থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

- Advertisements -

আব্দুল গফুর, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নাটোর মহাসড়কে সকল দূর্ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনের চালক, সহকারি ও জনসাধারণকে নিয়ে বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

১৬ই মে বৃহস্পতিবার বেলা ১২টায় কুন্দারহাট হাইওয়ে থানা চত্ত্বরে হাইওয়ে পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এম,আর জামান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে রিজিয়ন বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।

এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য নজিবুল্লাহ মজনু, আ’লীগ নেতা আনিছুর রহমান, আ’লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ। ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হাইওয়ে রিজিয়ন বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী বলেন, মহাসড়কে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২৪ ঘন্টা কাজ করছে হাইওয়ে পুলিশ।

মহাসড়ক উন্নীত হওয়ার ফলে পূর্বের দিনের ন্যায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি নেই। দূর্ঘটনা এড়াতে মহাসড়কে যান চলাচলের সময় হাইকোর্টের দেয়া গতিসীমা মেনে চলার জন্য সকল যানবাহনের চালকদের প্রতি আহ্বান জানান সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন