বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ১১০ জন প্রান্তিক কৃষকের মাঝে পেঁয়াজ, নাবী জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ সাইফুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা। এসময় স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।