নাটোরে মিক্সচার মেশিনের নীচ থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ভবানীগঞ্জ মোড়ে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু গোলাম মোস্তফা ভবানীগঞ্জ মোর এলাকার রিপন হোসেনের ছেলে।
শিশুটির বাবা জানান, বেলা ১টার দিক থেকে মোস্তফাকে দেখতে না পেয়ে নানা জায়গায় খোঁজাখুঁজি করা হয়।বিকেল ৪টার দিকে ওই শিশুটিকে মিক্সচার মেশিনের হপারের নিচে গলা ও মাথা জড়ানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এ সময় মিক্সচার মেশিনের ডালা ঘুরিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।