বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তিন বছর কারারুদ্ধ করে রাখার প্রতিবাদে সোমবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা কমিটির আয়োজনে জজ কোর্টের সামনের রাস্তায় বিক্ষোভ ও কালো পতাকা সমাবেশ করে।
ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডঃ মোজাম্মেল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামের সভাপতি এ্যাডঃ আজগর আলী, বার কাউন্সিলের সাবেক সদস্য ও সাবেক এমপি এ্যাডঃ একেএম হাফিজুর রহমান, বগুড়া বারের সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম টুকু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক পিপি এ্যাড. একেএম সাইফুল ইসলাম, এ্যাড. আব্দুল বাছেদ, এ্যাডঃ নাজমুল হুদা পপন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,তারেক রহমানসহ বিএনপির সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবী জানান।