এক মাস ধরে পুরো বিশ্ব বুদ হয়ে আছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে। রবিবার রাত ৯টায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে এই ফুটবল মহারণের। বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের ফাইনালে প্রিয় দলকে সমর্থন জানিয়ে খাসি নিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকটাকি চত্বর থেকে একটি মিছিল বের হয়।
ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের সামনে খাসি রেখে আর্জেন্টাইন সমর্থকরা ‘রাবিতে খাসি, কাপ পাবে মেসি’ এছাড়াও আর্জেন্টিনা দলকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, ‘মেসির জন্য শুভকামনা জানিয়ে এ মিছিল করা হয়েছে। আর্জেন্টিনা সমর্থকরা মিছিলে ‘কাপ নিবে মেসি, আমরা খাব খাসি’ স্লোগান দিয়েছে। ’