বগুড়া শহরের বেশ কয়েকটি এলাকায় আগামীকাল (৫ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩/১১kva লাইন সম্প্রসারণ এর জন্য সকাল ৮ টা হতে দুপুর ২ টা প্রর্যন্ত ডিভিশন২ ও করতোয়া নেসকো লিঃ বিদ্যুৎ থাকবেনা।
যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবেনা সেগুলে হলোঃ
ঝাউতলা, বড়গোলা, কাটনার পাড়া, শিববাটি, উপশহর, হাকির মোড়, ধরমপুর, রারপুর, শিকারপুর, নেংড়া বাজার, ঘোড়া ধাপ হাট, নওদাপাড়া, ঠেঙ্গামারা, বাঘোপাড়া, মাটিডালি, জয়পুরপাড়া, বিসিক, কলেজ, ফুলবাড়ি, বৃন্দাবন পাড়া, কালিতলা, শিববাটি, চেলোপাড়া, নাটাইপাড়া, বউবাজার, ধাওয়াপাড়া৷ আকাশতাড়া, সাবগ্রাম, বুজরুকবাড়িয়া, ইছায়দহ, খামারকান্দি, ডাকুরচক, জয়বাংলা হাট, মানিকচক, কালিবালা এই সকল এলাকায় বিদ্যুৎ থাকবেনা।