জয়পুরহাটের আক্কেলপুরে ঘোষিত ৮ দিনের জন্য বিধি-নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্যকারীরা গুনছেন ভ্রাম্যমান আদালতে জরিমানা।
বুধবার ২৩জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ,জয়পুরহাট ও করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতির জারিকৃত ১০ টি বিধি-নিষেধ বাস্তবায়ন করছেন উপজেলা প্রশাসন ও আক্কেলপুর থানা পুলিশ। বিকেল ৫ টা থেকে আক্কেলপুর পৌর এলাকায় চলছে প্রশাসনের ব্যাপক টহল ও প্রচারণা। এসময় সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্যকারী ২১ জন ১১হাজার ৫’শত টাকা জরিমানা গুনেছেন ভ্রম্যমান আদালতে এবং অহেতুক ঘোরাফেরা করায় থানায় একটি বাইক জব্দ করে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালক এস.এম.হাবিবুল হাসান জানান,‘ মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি বিধিনিষেধ প্রতিপালনের জন্য সকলকে আহব্বান করা হলো। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।’