রাজশাহীতে হঠাৎ করেই গত চারদিন থেকে তাপমাত্রা নিচে নেমে আসছে। বৃহস্পতিবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে গত সোমবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর এটি রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা আরো কমতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।হঠাৎ করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে রাজশাহীতে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০৮ সেলসিয়াস। গত সোমবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েক দিন থেকেই তাপমাত্রা কমছে। তবে সোমবারই প্রথম তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। বর্তমানে রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।