English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

শিবগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬১৬ জনের মনোনয়নপত্র জমা

- Advertisements -

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ২য় ধাপে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রেক্ষিতে আগামী ১১ ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে রবিবার ১৭ই অক্টোবর মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে আটমূল ইউনিয়নে ০৪ জন, বুড়িগঞ্জ ০৬ জন, বিহার ০৬ জন, রায়নগর ০৬, শিবগঞ্জ সদর ০৬, কিচক ০৫ জন, ময়দানহাটা ০৮ জন, দেউলী ০৭ জন, সৈয়দপুর ০৫ জন, পিরব ০৬ জন, মাঝিহট্ট ০৫ জনসহ মোট ৬৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। বিরোধী দলীয় প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়ে লাঙ্গল মার্কা চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ০২ জন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ দলীয় মনোনয়ন পেয়ে পাখা মার্কা প্রতীক চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ০২ জন।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনে পিরব ১১, মাঝিহট্ট ১৩, দেউলী ১৬, সৈয়দপুর ১৫, আটমূল ১৩, বুড়িগঞ্জ ১৩, বিহার ১০, রায়নগর ১০, শিবগঞ্জ সদর ১৫, কিচক ১৫, ময়দানহাটা ১০ জন সহ ১১ টি ইউনিয়নে ৩৩ সংরক্ষিত মহিলা সদস্য ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৪১ জন। সাধারন সদস্য পদে ১১ ইউনিয়নে ৯৯ পদে প্রার্থীতা জমা দিয়েছেন ৪১০ জন। এদের মধ্যে শিবগঞ্জ সদর ইউনিয়নে ৫০, কিচক ৩৮, ময়দানহাটা ৪৯, বিহার ৩০, রায়নগর ৩৪, পিরব ৩০, মাঝিহট্ট ৩০, দেউলী ৪২, সৈয়দপুর ৩৫, বুড়িগঞ্জ ৩১, আটমূল ৪১ জন সহ ১১টি ইউনিয়নে মোট ৬১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ২১ শে অক্টোবর মনোনয়ন পত্র যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন