বগুড়ার শিবগঞ্জে শেখ রাসেল সমাজকল্যাণ সংস্থার বগুড়া জেলার আয়োজনে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিকালে উপজেলার আলিয়ারহাটে ডি ইউ ফাজিল মাদ্রাসায় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার সভাপতি ফেরদৌস আহম্মেদ চপলে’র সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আহমেদ রাঙ্গা, শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাসেল, সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবীর বাকী, সহ-সভাপতি জাহেদুর রহমান, মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মজনু রহমান, আলিয়ারহাট ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম প্রমূখ।
উল্লেখ্য শেখ রাসেলের স্মতিকে চির অম্লান করে রাখার জন্য শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায় দুঃস্থ, অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে।