বগুড়া শিবগঞ্জে ২০২০-২১ অর্থ বছরে খরিপ ১/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফসী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মৌলি মন্ডলের সভাপতিত্বে ৩৬০ জন প্রান্তিক কৃষকদের বিজ- ৫ কেজি, ডিএটি- ২০ কেজি এবং এম ও পি- ১০ কেজি করে বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উপজেলা কৃষি কর্মকর্তা আল- মুজাহিদ সরকার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপ-সকারী কৃষি কর্মকর্তা মোঃ এজাজুল কামাল, মোজাম্মেল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপ- সহকারী কৃষি অফিসার বৃন্দ।