মঙ্গলবার (-১৬/০৩/২০২১ ইং) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ফ্রেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) নির্বাচিত হলেন সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবীর।
তিনি সদর থানায় যোগদানের পর ৬ষ্ট বারের মত শ্রেষ্ট ওসি’র সম্মাননা পেলেন। মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর নিকট হতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন তিনি।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন বিভাগের পুলিশ অফিসারগন উপস্থিত ছিলেন। সম্মাননা ক্রেস্ট পাওয়ায় ওসি হুমায়ন কবীর জেলা পুলিশ সুপার মহোদয় সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা সহ থানার অফিসার বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে তিনি আইন শৃঙ্খলা সহ অপরাধ মুক্ত বগুড়া গড়তে দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।