আল আমিন: ২৭/০৮/২০২২ খ্রিঃ তারিখে পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ ২০২২-২০২৩, বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” শ্লোগানে বিআরটিএ, বগুড়া সার্কেল কর্তৃক আয়োজিত রিফ্রেসার্স প্রশিক্ষণে আলোচনা করেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ,বগুড়া ও জনাব আলহাজ্ব ইউনুছ আলী লয়া, দপ্তর সম্পাদক, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, বগুড়া এবং জনাব মোঃ মোস্তাফিজার রহমান, সভাপতি, নিরাপদ সড়ক চাই, বগুড়া।
প্রশিক্ষণ প্রদান করেন জনাব মোঃ হাসান আলী, ইন্সট্রাক্টর(পাওয়ার), বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া, জনাব মোঃ আবুল কালাম আজাদ, মোটরযান পরিদর্শক, বিআরটিএ ,বগুড়া ও জনাব মোঃ মাহবুবুর রশিদ, পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন), ট্রাফিক বিভাগ, বগুড়া এবং জনাব নেছার আহমেদ খান, সহকারী মোটরযান পরিদর্শক, বিআরটিএ, বগুড়া। সভাপতিত্ব করেন জনাব এ টি এম ময়নুল হাসান, সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ, বগুড়া। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের (চালক) দুপুরের খাবার বিতরণ করা হয়।