বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন।
সোমবার (২৮ জুন) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজে ৫০৪ জনের নমুনা পরিক্ষা করে ১২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ১৯ ভাগ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১ জন।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪ জনই বগুড়া জেলার বাসিন্দা। নতুন করে ১২৭ জন করোনা রোগী শনাক্তের পর বগুড়ায় এপর্যন্ত মোট আক্রান্ত ১৩ হাজার ৫৬০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৯২ জন, মারা গেছেন মোট ৩৭৯ জন। এখন চিকিৎসাধীন রোগী রয়েছেন ৬৮৯ জন।