English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বগুড়ায় মহাসড়ক অবরোধ: যান চলাচল বন্ধ

- Advertisements -

বগুড়ায় ঢাকা-রংপুর ও বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই দুই মহাসড়কের বনানী ও মাটিডালি এলাকায় অবস্থান নিয়ে লাঠি হাতে বিক্ষোভ করছেন তারা। ফলে দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহনকারী যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া, মোটরসাইকেল আরোহীদের ওই দুই স্থানে যানবাহন থেকে নেমে হেঁটে যেতে বাধ্য করা হচ্ছে।

এ রিপোর্ট লেখার সময় মহাসড়কের দুই পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।

এদিকে, অবরোধকারীদের থেকে কিছুটা দূরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। এছাড়া, সকাল থেকে পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল শুরু করছে।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, প্রশাসনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। দেশের মানুষ মুক্তি চায়। সেই কারণে তিন দিনের অবরোধ দেওয়া হয়েছে। আমরা জনগণকে বলতে চাই, এই তিন দিন আপনারা একটু কষ্ট করুন। এই কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশে সুফল বয়ে আসবে।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। তবে কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন