চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রোমণ বেড়ে যাওয়ায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, সোমবার দিবাগত রাত ১২ টা থেকে এ লকডাউন শুরু হবে, চলবে ৩১ মে রাত ১২ টা পর্যন্ত।
মঞ্জুরুল হাফিজ বলেন, ‘লকডাউনের সময় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। লকডাউন চলাকালীন সময়ে কোনো প্রকার যানবাহন রাজশাহী বা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। সাপ্তাহিক হাটবন্ধসহ সব প্রকার দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও ফার্মেসি বন্ধ থাকবে, যদিও খোলা থাকে তাহলে ওই সব স্থানে ভিড় করা চলবে না। আড়ৎ ও বাগান থেকে স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় করা যাবে। জরুরি প্রয়োজনে চলাচলকারী সবাইকে ব্যাধ্যমূলকভাবে মাস্ক পরতে হবে।’
শিল্পকারখানা খোলার বিষয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহণ ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে। জরুরি সব সেবা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। হোটেল ও রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে শুধু খাবার বিক্রয় করা যাবে। মসজিদে ২০ জন মুসল্লি নিয়ে নামাজ পড়া যাবে।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সহকারী কমিশনার রুহুল আমিন, চন্দনকর, রবিন মিয়া, উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন বলেন, ‘শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১২৯১ জন। মোট করোনায় প্রাণ হারিয়েছে ২৭ জন। জেলার করোনার ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছে ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৪৬ জন।’