করোনা ভাইরাস সংক্রমণ রোধে নতুন করে লকডাইন ঘোষণা করেছে সরকার। সেই লকডাউন বাস্তবায়ন করতে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কার্যকরে নির্দেশনা অমান্য করে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
সোমবার (৫জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে কুলসুম সম্পা। এ অভিযানে ২টি ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহাকারীর সংযোগ বিছিন্ন করা হয়। সড়কে চলাচল করা যাত্রী পরিবহন সিএনজি চালিতো অটোরিকশা আটক করে লকডাইনে যাত্রীদের যাত্রাকরন জিজ্ঞাসা করা হয়।
এতে অনেকেই হাসপাতাল বা ডাক্তারের কাছে যাচ্ছেন জানিয়ে প্রেসক্রিপশন দেখালে ছেড়ে দেওয়া হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার উন্মে কুলসুম সম্পা বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।