English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

আক্কেলপুরে ভ্রাম্যমান আদালতে ৪ জনের ৭ হাজার টাকা জরিমানা

- Advertisements -

জয়পুরহাটের আক্কেলপুরে নানা দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

বুধবার সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে পাশ্ববর্তী জমির ক্ষতি সাধন করে মাটি উত্তোলনের কারণে সুবেন্দনাথ মন্ডল নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা, পরবর্তীতে বাজারের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে পৌর এলাকার রেল গেট বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষা না করে ব্যবসা করায় শামীম হোসেন ও আহসান হাবীব নামের দুই ব্যবসায়ীকে ৫’শ করে এক হাজার এবং পিস হিসেবে কিনে বেশি দামে কেজি হিসেবে তরমুজ বিক্রির দায়ে কলেজ বাজারের কায়েম উদ্দীন নামের এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘ পাশ্ববর্তী জমির ক্ষতি সাধন করে মাটি উত্তোলনের কারণে একজনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সকল তরমুজ ব্যবসায়ীদের পিস হিসেবে তরমুজ বিক্রির কথা বলা হয়েছে। বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন